বিদিশা দে
সম্প্রতি কলকাতার টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে-র রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর এক সপ্তাহ পার না হতেই আরো এক তারকার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এবার ফ্ল্যাট থেকে বিদিশা দে মজুমদার নামের এক মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বিদিশা দে মজুমদারের মরদেহ।
বিজ্ঞাপন
এই উঠতি মডেলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে এই ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত মরদেহ। তার মৃত্যু রহস্যভেদ হওয়ার আগেই ১০ দিনের মাথায় বিদিশার অস্বাভাবিক মৃত্যু হলো।