কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের দিকে নজর থাকে গোটা বিশ্বের। তাই প্রতিবাদের জন্য এই জায়গাটিকে বেছে নিলেন এক নারী। নিরাপত্তার বেড়াজাল ভেঙে রেড কার্পেটে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানাতে ঢুকে পড়েন তিনি! গায়ে তার আঁকা ইউক্রেনের পতাকা। সঙ্গে লেখা ‘আমাদের ধর্ষণ করা বন্ধ হোক’!
ইউএস নিউজের খবরে বলা হয়, রেড কার্পেটে নেমে অজ্ঞাতপরিচয় ওই নারী দৌড়াতে থাকেন।
বিজ্ঞাপন
ইউএস নিউজ বলছে, ওই সময় জর্জ মিলারের ‘থ্রি থাউজ্যান্ড ইয়ার্স অব লঙ্গিং’ ছবির প্রিমিয়ারে যোগ দিতে ঢুকছিলেন টিল্ডা সুইন্টন ও ইদ্রিশ অ্যালবা। ওই নারীকে দেখে কিছুটা হতচকিত হয়ে যান তারা।
সূত্র : ইউএস নিউজ।