নাটকের একটি দৃশ্য
সৎপথে থেকে অল্প টাকা উপার্জন করে সুখে থাকা যায়। এই টাকার স্থায়িত্ব থাকে, কিন্তু অসৎপথে উপার্জনের টাকায় সুখ আসে না। স্থায়িত্ব হয় না। অসৎপথের টাকা বালিঘরের মতো উড়ে যায়।
বিজ্ঞাপন
প্রচারিত হবে শনিবার রাত ৯টায়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির হোসেন, তাহমিনা সুলতানা, ইমতু রাতিশ, তানজিলা হক, হামজা আনোয়ার, জেসমিন সুলতানা, সাবিহা জামান, নদী আক্তার, মনিরুজ্জামানসহ আরো অনেকে।