kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

মেয়েকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন তিশা

অনলাইন ডেস্ক   

১৭ মে, ২০২২ ১৯:৫৫ | পড়া যাবে ২ মিনিটেমেয়েকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন তিশা

নুসরাত ইমরোজ তিশা

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা মেয়ে ইলহামকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন। মঙ্গলবার (১৭ মে) রাতে একটি ফ্লাইটে রওনা দেবেন তিনি।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেইলার প্রদর্শন হবে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে।

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে কানসৈকতে ভারতীয় প্যাভিলিয়নে সিনেমাটির ট্রেইলার প্রদর্শন হবে।

বিজ্ঞাপন

অভিনেত্রী তিশা বলেন, “সিনেমার জন্য বিশ্বের বড় একটা প্ল্যাটফর্ম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবে আমাদের ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেইলার প্রকাশ করা হবে, এটা আমাদের জন্য অবশ্যই খুশির খবর। এত বড় প্ল্যাটফর্মে ট্রেইলার রিলিজ নিয়ে আমরা খুবই আশাবাদী। আমরা সিনেমাটি নিয়ে সামনে আরো বেশ কিছু চলচ্চিত্র উৎসবে যাব, সে বিষয়েও আশাবাদী। ”

গত এপ্রিলে পোস্টার প্রকাশের পর এবার আসছে চলচ্চিত্রটির ট্রেইলার। কান চলচ্চিত্র উৎসবে ট্রেইলারটি প্রকাশিত হবে। এর আগে কানে ট্রেইলার প্রকাশ করা প্রসঙ্গে সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল গণমাধ্যমে বলেছিলেন, ‘কান চলচ্চিত্র উৎসবে আসা পরিবেশকরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে আশা করছি আমরা। কারণ এটি বিশ্বের বৃহত্তম বাজার, যেখানে অন্য যেকোনো চলচ্চিত্র উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন। ’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এবং ভারত সরকারের এনএফডিসির যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে তিশা ছাড়া মূল অভিনয়শিল্পীদের মধ্যে অংশ নিচ্ছেন আরিফিন শুভ। ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন শুভ। এ ছাড়া জানা যায়, ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ; ভারতের কেন্দ্রীয় তথ্য, সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, সিনেমার পরিচালকসহ আরো অনেকের।সাতদিনের সেরা