বক্তব্য রাখছেন সোহানুর রহমান সোহান
গতকাল অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রতিবার নির্বাচনকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তবে এবারের নির্বাচন ছিল আলাদা। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের ১৭ সংগঠনকেই এফডিসি প্রবেশ করতে দেয়নি নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
শিল্পী সমিতির নির্বাচনে পীরজাদা হারুন ছিলেন নির্বাচন কমিশনার
আজ দুপুরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে চলচ্চিত্রের ১৭ সংগঠন। পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বক্তব্য রাখেন সেখানে। তিনি ১৭টি সংগঠনের পক্ষ থেকে বলেন, ‘আর কখনো শিল্পী সমিতির নির্বাচন এফডিসি হতে দেওয়া হবে না। যেহেতু শিল্পীদের নির্বাচনে অনেক পুলিশ লাগে, নিরাপত্তা লাগে এবং অন্যদের সমস্যা হয় তাই আমরা চাই এফডিসি নয়, অন্য কোথাও এই নির্বাচন হোক। সেই সঙ্গে এবারের নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে তার সেচ্ছাচারিতার জন্য আজীবন নিষিদ্ধ করা হলো। সেই সঙ্গে এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের পদত্যাগ চাই। ’