গণমাধ্যমের সামনে ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর
শিল্পী সমিতির নির্বাচন চলছে। ভোটার আসছেন, ভোট দিচ্ছেন। দূরে দাঁড়িয়ে তা দেখছেন দুই প্যানেলের সভাপতি পদপ্রার্থী দুই অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। কেউই জানেন না, ফল কী হতে যাচ্ছে, কার মাথায় উঠবে বিজয়ের পালক।
বিজ্ঞাপন
এ সময় মিশা সওদাগর গণমাধ্যমে বলেন, 'কাঞ্চন ভাই খুবই ভালো মানুষ। তিনি আমার বড় ভাই। এমন সজ্জন মানুষের সঙ্গে আমার নাম জড়িয়েছে, এতেই আমি গর্বিত। জিতি হারি- আমি তার ছোট ভাই- এই পরিচয়েই থাকব। '
মিশা সওদাগরের কথা পাশে দাঁড়িয়েই শুনছিলেন ইলিয়াস কাঞ্চন। মিশার কথা শুনতে শুনতে একপর্যায়ে হেসে ওঠেন তিনি। এরপর দুজন বেশ কিছুক্ষণ একসঙ্গে নানা হাস্যরসে মেতে ওঠেন। দুই প্যানেলেরই আরো কিছু সদস্য যোগ দেন তাঁদের সঙ্গে।
ইলিয়াস কাঞ্চনের এত প্রশংসা করলেও মিশা মনে করেন, 'আমার জেতার চান্স ৬০ ভাগ। '
একই প্রশ্ন কাঞ্চনকে করা হলে তিনি বলেন, 'ভোট গণনার আগে বলতে পারব না। '
শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করছেন। দুই প্যানেলই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন। সকাল ৯টায় এফডিসিতে শুরু হয়েছে ভোটদান, চলবে বিকাল ৫টা পর্যন্ত।