আমিন খানকে নিজের প্যানেলের ব্যাজ পরিয়ে দিচ্ছেন জায়েদ খান। পাশেই কাঞ্চন-নিপুণ প্যানেলের সাইমন সাদিক
কাঞ্চন-নিপুণ প্যানেলের প্রার্থীদের একাংশ। [বাঁ থেকে] ফেরদৌস, মামনুন ইমন, সাইমন সাদিক, নিরব ও শাকিল খান। ভোট তখন সবে শুরু হয়েছে।
কুশল বিনিময় করছেন সভাপতি পদের প্রার্থী মিশা সওদাগর।
বিজ্ঞাপন
এক ফ্রেমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের দুই প্রার্থী মিশা সওদাগর ও নিপুণ। তবে দুজন দুই প্যানেলের। পেছনে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মিশা সওদাগর। ফ্রেমে দেখা যাচ্ছে সিনিয়র দুই অভিনেত্রী রোজিনা ও সুচরিতাকেও। ফ্রেমের একেবারে সামনে নিপুণ, ভোট চাইছেন ভোটারদের কাছে।
ভোট চলছে। বাইরে দাঁড়িয়ে মিশা-জায়েদ প্যানেলের প্রার্থীদের কয়েকজন। [বাঁ থেকে] মিশা সওদাগর, ডিপজল, মৌসুমী ও অরুণা বিশ্বাস।
এবারের নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী ডন। ভোটারদের আসা-যাওয়া দেখছেন তিনিও।
ভোট দিতে এলেন অপু বিশ্বাস। তাঁকে ঘিরে ধরেছেন প্রার্থীরা। আছেন ফেরদৌস, ওমর সানি, ডনসহ কয়েকজন প্রার্থী।
দীঘির সঙ্গে ছবি তুললেন জায়েদ খান।
গণমাধ্যমের সামনে দুই সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ ও জায়েদ খান।
অভিনেত্রী মুনমুনকে কিছু একটা বুঝিয়ে বলছেন জায়েদ খান
ছবি : কালের কণ্ঠ