রাত পোহালেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতির নির্বাচন। নির্বাচনের কারণে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজকসহ মোট ১৭টি সংঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন পরিচালক সমিতির সদস্য এস এ হক অলিক।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়ে কাঞ্চন-নিপুণ পরিষদকে ধন্যবাদ জানান।
বিজ্ঞাপন
এস এ হক অলিক তার ফেসবুকে লিখেছেন, ‘অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সবার অংশগ্রহণে উৎসবমুখর হচ্ছে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশে বিএফডিসি কর্তৃপক্ষ সব সংগঠনের সদস্যদের প্রবেশাধিকার নিশ্চিত করেছেন। ’
এর আগে বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। তিনি জানিয়েছেন, 'নির্বাচন উপলক্ষে শুধু কালকের জন্য শিল্পী সমিতির ভোটারদের বাইরে অন্য ১৭টি সংগঠনের সদস্যদের এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওপর মহলের নির্দেশেই এটা করা হয়েছে। '