ইয়ামিন হক ববি
নির্বাচনে শিল্পীদের কোনো লাভ-লোকসান আছে বলে আমার মনে হয় না। সমিতিটা মিনিমাম একটা নিয়ম-শৃঙ্খলা ধরে রাখে। নির্বাচন হওয়া জরুরি কি না সেটা আমি জানি না। কিন্তু শিল্পীরা যেন একজন আরেকজনের বিরুদ্ধে না যায়।
বিজ্ঞাপন
সংগঠন আছে বলেই শিল্পীদের একটা বসার জায়গা আছে, এটাও আমার কাছে কম কিছু নয়। এর বাইরে অতীতে অনেক বড় কিছু হয়েছে বলে শুনিনি বা আমার চোখে পড়েনি। অবশ্য কভিডের সময় সংগঠনের ভূমিকা দেখেছি। অনেক শিল্পী বিপদে পড়েছেন, তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন নেতারা। ব্যক্তিগতভাবে সাহায্যের চেয়ে সাংগঠনিক সাহায্য পেলে ভালো হয়। শিল্পীরাও ভাবতে পারেন যে আমাদের বিপদে মাথা গোঁজার ঠাঁই আছে।