kalerkantho

বুধবার ।  ১৮ মে ২০২২ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৬ শাওয়াল ১৪৪৩  

সংগঠন আছে বলেই শিল্পীদের একটা বসার জায়গা আছে : ববি

রংবেরং প্রতিবেদক   

২৭ জানুয়ারি, ২০২২ ১৩:১৬ | পড়া যাবে ১ মিনিটেসংগঠন আছে বলেই শিল্পীদের একটা বসার জায়গা আছে : ববি

ইয়ামিন হক ববি

নির্বাচনে শিল্পীদের কোনো লাভ-লোকসান আছে বলে আমার মনে হয় না। সমিতিটা মিনিমাম একটা নিয়ম-শৃঙ্খলা ধরে রাখে। নির্বাচন হওয়া জরুরি কি না সেটা আমি জানি না। কিন্তু শিল্পীরা যেন একজন আরেকজনের বিরুদ্ধে না যায়।

বিজ্ঞাপন

আমি আজ ইন্ডাস্ট্রির একজনের বদনাম করলাম, সেটা কোনো না কোনোভাবে ঘুরে কিন্তু আমার ঘাড়েই এসে পড়বে। নির্বাচনটা এত লোভনীয় কি না সেটাও আমি জানি না। যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের জন্য শুভ কামনা। কিন্তু যাঁরা নির্বাচিত হবেন না, তাঁরা আর এফডিসিতে আসবেন না, এটা কোনোভাবেই হওয়া যাবে না। যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের প্রথম দায়িত্বই হলো সবাইকে সংগঠিত রাখা।

সংগঠন আছে বলেই শিল্পীদের একটা বসার জায়গা আছে, এটাও আমার কাছে কম কিছু নয়। এর বাইরে অতীতে অনেক বড় কিছু হয়েছে বলে শুনিনি বা আমার চোখে পড়েনি। অবশ্য কভিডের সময় সংগঠনের ভূমিকা দেখেছি। অনেক শিল্পী বিপদে পড়েছেন, তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন নেতারা। ব্যক্তিগতভাবে সাহায্যের চেয়ে সাংগঠনিক সাহায্য পেলে ভালো হয়। শিল্পীরাও ভাবতে পারেন যে আমাদের বিপদে মাথা গোঁজার ঠাঁই আছে।

 সাতদিনের সেরা