ক্যামেরা সামনে আসলেই নাকি ক্রেগের শরীর থেকে রক্ত ঝরে
পর্দায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেকবারই আহত হয়েছেন ড্যানিয়েল ক্রেগ। শুটিং সেটে তাঁর আহত শরীর দেখলে যে কেউ নাকি আঁঁতকে উঠত! পুরনো সেসব ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে তাঁর শরীর। তবে শুটিংয়ে নয়, কোনো মারপিটও নয়, নীরিহ এক সাক্ষাত্কার দেওয়ার সময়ই তাঁর কপাল থেকে রক্ত ঝরল!
১৭ বছর জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ক্রেগ
কিছুদিন ধরেই ‘অ্যাক্টরস অন অ্যাক্টরস’ নামে সাক্ষাত্কার অনুষ্ঠান করে আসছে শোবিজ ম্যাগাজিন ‘ভ্যারাইটি’। যেখানে অভিনেতার সাক্ষাত্কার নেন আরেক অভিনেতা।
বিজ্ঞাপন
'স্কাইফল'-এ হাভিয়ের বারদেম ও ড্যানিয়েল ক্রেগ একসঙ্গে অভিনয় করেন
পরে বিষয়টি খোলাসা করেন ব্রিটিশ অভিনেতা, ‘তারা [ভ্যারাইটি কর্তৃপক্ষ] আমাকে একটি রিং ফ্লাশ [ফটোগ্রাফির কাজে ব্যবহূত ইলেকট্রনিক ফ্যাশ যা ক্যামেরা লেন্সের পাশে যুক্ত থাকে] পাঠায়। সেটা আই প্যাডের সঙ্গে লাগানো চেষ্টা করছিলাম। হঠাত্ দেখি মাথায় লেগেছে!’ বন্ড ছবি করতে গিয়ে ইনজুরি-প্রবণ হওয়ার প্রসঙ্গ তুলে রসিকতা করে অভিনেতা আরো বলেন, ‘১৭ বছর বন্ড চরিত্রে অভিনয় করেছি। আমি ক্যামেরা সামনে আসতে গেলে চোট তো লাগবেই। ’
সূত্র : পেজ সিক্স