লাভগুরু তামিম হাসানের সঙ্গে সাইফ ইমন ও জারা
রেডিও আমার ৮৮.৪ এফএম-এর একসময়ের বহুল শ্রোতাপ্রিয় অনুষ্ঠান ‘ঝগড়া ৮৮.৪’ নতুন করে শুরু হয়েছে। ২০০৭ সালে রেডিও আমার-এর যাত্রার শুরুতেই অনুষ্ঠানটি শ্রোতাপ্রিয় হয়। ২০১৪ সালে অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। সাত বছর পর সম্প্রতি নতুন আঙ্গিকে শুরু হয়েছে অনুষ্ঠানটি।
বিজ্ঞাপন
সমাজের নানা বিষয় নিয়ে একজন ছেলে একজন মেয়ের মধ্যে যে দুষ্টু-মিষ্টি দ্বন্দ্ব তৈরি হয় তা নিয়েই এই ‘ঝগড়া ৮৮.৪’। প্রতি সোমবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হয় অনুষ্ঠানটি। অন এয়ারের পশাপাশি রেডিও আমার-এর ফেসবুক পেজ থেকেও সরাসরি লাইভে অংশগ্রহণ করতে পারেন দর্শক-শ্রোতারা।
সাইফ ইমন ও জারার চমৎকার কথামালা ও রসায়নে এরই মধ্যে জমে গেছে অনুষ্ঠানটি।
আরজে জারা উপস্থাপনায় আছেন অনেক দিন হলো। টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে জারার শুরুটা। পাশাপাশি মডেলিং ও অভিনয়ও করছেন।
অনুষ্ঠানের আরেক সঞ্চালক সাইফ ইমন একজন লেখক-সাংবাদিক। কাজ করছেন পরিচালক মেহের আফরোজ শাওনের প্রধান সহকারী পরিচালক হিসেবেও।
জারা-ইমনের রসায়ন জমেছে বেশ
শ্রোতাপ্রিয় এই অনুষ্ঠানে যুক্ত হওয়া সম্পর্কে ইমন বলেন, ‘গত সেপ্টেম্বরে রেডিও আমার-এর হেড অব প্রগ্রাম লাভগুরু তামিম হাসান ভাই আমাকে আর জারাকে অনুষ্ঠানটির দায়িত্ব দেন। পাওয়ার আওয়ার নামে অন্য একটি অনুষ্ঠানে আমাদের রসায়ন দর্শক-শ্রোতা বেশ পছন্দ করেছেন। এর পর থেকেই অনেকে রেডিও আমার-এ মেসেজ করে জানিয়েছে আমাদের দুজনকে নিয়ে অনুষ্ঠানটি আবার নতুন করে শুরু করার জন্য। আমরা বেশ সাড়া পাচ্ছি অনুষ্ঠানটি করে। ’