অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুবের্দী ও দীপিকা পাড়ুকোন
‘গেহরাইয়া’ ছবির টিজার, ট্রেলারে খোলামেলা পোশাকে হাজির হয়ে অন্তর্জালে ঝড় তুলেছেন দীপিকা পাড়ুকোন, অনন্যা পান্ডেরা। এবার সাহসী পোশাকে প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়ে সমালোচিত হলেন তারা। দীপিকা ছাড়াও হাজির ছিলেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী, পরিচালক শকুন বাত্রা ও সহ অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ছবির প্রচারে কমলা রঙের একটি পোশাক পরেছিলেন দীপিকা।
বিজ্ঞাপন
প্রচারণায় এই পোশাকেই হাজির হয়েছিলেন দীপিকা
বিতর্ক হয়েছে অনন্যার পোশাক নিয়েও। অনুষ্ঠানে ছোট্ট টপ বিকিনিতে হাজির হয়েছিলেন চাঙ্কি পাণ্ডে কন্যা। কনকনে বাতাসে তাঁর বিকিনি প্রায় খুলে যাওয়ার উপক্রম হয়। শেষপর্যন্ত নিজের ব্লেজার ধার দিয়ে তাকে ‘উদ্ধার’ করেন সিদ্ধান্ত।
নিজের ব্লেজার দিয়ে অনন্যাকে 'উদ্ধার' করছেন সিদ্ধান্ত
ত্রিকোণ প্রেমের ছবি ‘গেহরাইয়া’ ১১ ফেব্রুয়ারি সরাসরি মুক্তি পাবে আমাজন প্রাইম ভিডিওতে। ছবিতে আরো আছেন নাসিরউদ্দিন শাহ, রজত কাপুর।
সূত্র : পিংকভিলা