kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

সালওয়ার প্রথম তিন ছবির প্রযোজকই নারী

রংবেরং প্রতিবেদক    

২৪ জানুয়ারি, ২০২২ ১৮:০৮ | পড়া যাবে ২ মিনিটেসালওয়ার প্রথম তিন ছবির প্রযোজকই নারী

নিশাত নাওয়ার সালওয়া

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন নিশাত নাওয়ার সালওয়া। এরপর মুস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। ছবিটির প্রযোজক মৌসুমী মিথিলা। এরমধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে।

বিজ্ঞাপন

আছে মুক্তির অপেক্ষায়।

‌প্রয়াত সারাহ বেগম কবরী প্রযোজিত 'এই তুমি সেই তুমি'তে সালওয়ার সঙ্গে আছেন রিয়াদ রায়হান

সালওয়ার চুক্তিবদ্ধ হওয়া দ্বিতীয় ছবি সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’। সরকারি অনুদান পাওয়া ছবিটির সহপ্রযোজকও প্রয়াত অভিনেত্রী-পরিচালক। শুধু তাই নয়, সালওয়ার তৃতীয় ছবি ‘বীরত্ব’ও প্রযোজনা করছেন একজন নারী—শুক্লা বণিক। সাইদুল ইসলাম রানার পরিচালনায় এরমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। শুরু হয়েছে পোস্ট প্রোডাকশনের কাজ। প্রথম তিন ছবির প্রযোজক নারী হওয়ায় বেশ খুশি সালওয়া।

প্রথম ছবি 'স্বপ্নে দেখা রাজকন্যা'র প্রযোজক মৌসুমী মিথিলার সঙ্গে সালওয়া

তিনি বলেন, ‘দেশের সবক্ষেত্রে নারীর ক্ষমতায়ন বাড়ছে তাঁর প্রমাণ চলচ্চিত্র। নারীদের সাংস্কৃতিক উন্নয়নে বিনিয়োগ খুবই ভালো দিক। আমার প্রযোজকদের স্যালুট জানাই। তাঁরা শাড়ি-চুড়ি পরে ঘরে বসে থাকেননি, উল্টো ছবি বানিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির চাকা ঘোরাতে চাইছেন। নিশ্চয় তাঁরা অভিনন্দন পাওয়া যোগ্য। ’

প্রতিটি ছবিতেই চুক্তিবদ্ধ হওয়ার সময় প্রযোজকরা উপস্থিত ছিলেন। সেই সময়গুলো স্মরণীয় হয়ে আছে বলে জানালেন সালওয়া। বলেন, ‘আমি তাঁদের ব্যবহারে অত্যন্ত খুশি হয়েছি। তাঁরা প্রত্যেকে আমাকে বোনের মতো স্নেহ করেছেন, শুটিংয়ের সময় স্পটে গিয়ে সাহস দিয়েছেন। আমি কখনোই অভিনয়ে আসবো ভাবিনি। শখের বসে আসার কারণে অনেক কিছুই জানা ছিল না। কিন্তু তাঁরা কখনো এ ব্যাপারে মন খারাপ করেননি। উল্টো লেগে থাকতে বলেন। তাঁদের এই উত্সাহ ভোলার নয়। ’

এখনো কোনো ছবি মুক্তি না পেলেও এরইমধ্যে চার নম্বর ছবি হাতে নিয়েছেন সালওয়া। শামীম আহমেদ রনীর ‘বুবুজান’-এ তাঁর নায়ক শান্ত খান। সেই ছবির শুটিংয়ে এখন চাঁদপুরে আছেন সালওয়া। আগামীকাল চাঁদপুরে ছবিটির ক্যামেরা ক্লোজ হবে বলে জানান তিনি।সাতদিনের সেরা