kalerkantho

বুধবার ।  ১৮ মে ২০২২ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৬ শাওয়াল ১৪৪৩  

করোনাক্রান্ত শাবনাজকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হবে

রংবেরং প্রতিবেদক   

২৪ জানুয়ারি, ২০২২ ১৩:০৮ | পড়া যাবে ২ মিনিটেকরোনাক্রান্ত শাবনাজকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হবে

অভিনেত্রী শাবনাজ

করোনায় আক্রান্ত হয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ। গত ১৫ দিনের মধ্যে দুইবার কভিড পরীক্ষা করিয়েছেন। প্রথমবার নেগেটিভ ফল এলেও দ্বিতীয়বার পজিটিভ ফল আসে অভিনেত্রীর। টাঙ্গাইল থেকে সর্দি-কাশি নিয়ে ফেরার পর পরিবারের সবার কভিড পরীক্ষা করা হয়, তাতে শাবনাজের কভিড নেগেটিভ ছিল বলে জানান অভিনেত্রীর স্বামী নাঈম।

বিজ্ঞাপন

দু-এক দিন ধরে ঠাণ্ডার মাত্রা বেড়ে গেলে ফের পরীক্ষা করা হয়, এতে শাবনাজের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সোমবার সকালে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে নাঈম বলেন, 'টাঙ্গাইল থেকে ফেরার পর আমরা সবাই একবার করোনা পরীক্ষা করিয়েছি। কেননা টাঙ্গাইলে প্রচণ্ড ঠাণ্ডা ছিল। সে সময় পরীক্ষায় সবার নেগেটিভ আসে। শনিবার ফের পরীক্ষা করানো হলে শাবনাজের পজিটিভ ফল আসে। '

রাজধানীর উত্তরার বাসাতেই রয়েছেন শাবনাজ। নাঈম জানান, পরিবারের বাকিরা সুস্থ রয়েছেন, তবে বাসায় শাবনাজের পরিচর্যায় সমস্যা হচ্ছে।

নাঈম ও শাবনাজ 

হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করছেন জানিয়ে নাঈম বলেন, 'হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করছি ওকে। কারণ আমি নিজেই এখনো পুরোপুরি সুস্থ নই। এমন অবস্থায় ওর যথাযথ দেখাশোনা করা মুশকিল। আমি ও শাবনাজ দুজনই এভারকেয়ারে চিকিৎসা নিই। এখন ঐ হাসপাতলে কোনো সিট নেই। সকালেও ফোন করে কোনো সিট পাইনি। ওখানে যদি না হয় তাহলে বাধ্য হয়ে অন্য হাসপাতালেই নিতে হবে দ্রুত। '

 ১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ ছবি দিয়ে বড় পর্দায় জুটি হিসেবে আসেন নাঈম-শাবনাজ। এরপর বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন তারা৷ একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের প্রেম ও বিয়ে।সাতদিনের সেরা