'শিরোনামহীন'-এর পাঁচ সদস্য
দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম ‘শিরোনামহীন’। গত নয় বছর ধরে দলটি তাঁদের অ্যালবাম ‘পারফিউম’-এর গান প্রকাশ করছে। ৮টি গান নিয়ে তৈরি অ্যালবামটির ৭টি গান এরইমধ্যে প্রকাশ পেয়েছে। সর্বশেষ গানটির শিরোনামেই রাখা হয়েছে অ্যালবামটির নাম—‘পারফিউম’।
বিজ্ঞাপন
ব্যান্ডটির ম্যানেজার ইনফিতার ডানিয়াল জানালেন, এক মোড়কে অ্যালবামটির ৮টি গানই পাওয়া যাবে।
তিনি বলেন, ‘২০১৩ সালে আমাদের সর্বশেষ অ্যালবাম প্রকাশ পায়। স্বনামেই ছিল অ্যালবামটি। এরপর আমরা আরো ৭টি গান প্রকাশ করি। তবে সেই গানগুলো ছিল আলাদা আলাদা। পারফিউম গানটি অনেক যত্ন নিয়ে তৈরি হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। সেটি শেষ হলেই আমরা অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে চাই। ’