মালাইকা অরোরা
বলিউডের অন্যতম সেরা নাচিয়ে তিনি। প্রায়ই দেখা যায় বিভিন্ন রিয়ালিটি শোর বিচারক হিসেবে।
‘ছাঁইয়া ছাঁইয়া’, ‘মাহি বে’, ‘মুন্নি বদনাম হুয়ি’, 'আনারকলি ডিসকো চলি'-এর মতো আইটেম গানে পারফর্ম করে হয়ে ওঠেন তুমুল জনপ্রিয়। পোশাকের ব্যাপারে মালাইকা বরাবরই ‘উদার’।
বিজ্ঞাপন
তাঁর পোশাক নিয়ে অন্যরা মাথা ঘামাক তা চান না মালাইকা
বেশিরভাগ সময়ই তাঁকে দেখা যায় খোলামেলা পোশাকে। তাই তাঁর প্রসঙ্গ উঠলে বিভিন্ন কীর্তির চেয়ে মানুষ বেশি কথা বলে পোশাক নিয়ে। যা নিয়ে ত্যক্ত-বিরক্ত মালাইকা। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নারীদের তাদের পোশাকের দৈর্ঘ্য দেখে বিচার করা হয়। মানুষ আমার সম্পর্কে কী ভাববে সেটা শুনে আমি চলব না। পোশাক নির্বাচন মানুষের ব্যক্তিগত পছন্দ। আপনার ভাবনা থাকতেই পারে কিন্তু সেটা আমার ক্ষেত্রে কেন প্রজোয্য হবে। আমি নিজের পছন্দ সম্পর্কে সচেতন। নিজের শরীর, ত্বক, বয়স বিবেচনায় নিয়ে যা ভালো লাগে, স্বস্তি বোধ করি সেটাই পরি। ’
মালাইকার এই জুতো জোড়ার দাম ৮৪ হাজার রুপি
এছাড়া এই সাক্ষাৎকারে ২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গেও কথা বলেন মালাইকা, ‘আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিলো সেটা। সবসময় চিন্তা হতো আমার সন্তান এটা কীভাবে নেবে। কেবল আমার জন্য নয়, পুরো পরিবারকেই সেই কঠিন সময় পার করতে হয়েছে। ’
অর্জুন কাপুরের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন মালাইকা
আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর এখন অর্জুন কাপুরের সঙ্গে প্রেম করছেন মালাইকা। বলিউডের অন্যতম ফিট ও ফ্যাশন সচেতেন ব্যক্তিত্ব মনে করা হয় মালাইকাকে।
দিনকয়েক আগে এক অনুষ্ঠানে ৮৪ হাজার রুপির বুট পরে হাজির হয়েছিলেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস