'টান' ছবির একটি দৃশ্যে সিয়াম আহমেদ ও শবনম বুবলী
জানুয়ারির প্রথম সপ্তাহে রায়হান রাফির ওয়েব ছবি ‘টান’-এ সিয়াম আহমেদ ও শবনম বুবলীর জুটিবদ্ধ হওয়ার খবরে চমকে গিয়েছিলেন অনেকেই। তিন সপ্তাহ না যেতেই বৃহস্পতিবার রাতে মুক্তি পেল ছবিটির টিজার। বাড়ি পালানো যুবক-যুবতী অবনী-রাশেদ। টোনা-টুনির জীবনে হঠাৎ ঘটে এক বীভৎস দুর্ঘটনা।
বিজ্ঞাপন
মাত্র ৫৩ সেকেন্ডের ভিডিওতেই সিয়াম-বুবলীর রসায়ন বেশ জমে উঠেছে। অন্তর্জালে দারুণ সাড়া ফেলেছে টিজারটি। পরিচালক জানান, শিগগিরই চরকি অ্যাপে মুক্তি পাবে ওয়েব ছবিটি।