আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি সরগরম। এর মধ্যেই চিত্রনায়ক ইমনকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রিয়াজ ও নিপুণের একটি মিছিল শিল্পী সমিতির সামনে দিয়ে অতিক্রম করছিল। মিছিলে নায়ক ইমনসহ আরো অনেকেই ছিলেন।
বিজ্ঞাপন
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইমন কালের কণ্ঠকে বলেন, 'আমি মিশা ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে এক যুবক আমাকে ধাক্কা দেয়। আমি পরিচয় দিলেও সে ফের ধাক্কা দেয়। আমি বিষয়টিতে বিস্মিত হয়ে যাই। মিশা ভাই মীমাংসা করে দিতে চাইলেও ছেলেটি হিংস্র আচরণ দেখায়। আমি চলে আসি। '
নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হচ্ছে জানিয়ে নিপুণ কালের কণ্ঠকে বলেন, 'আমরা এই কর্মকাণ্ডে মর্মাহত। বহিরাগত দ্বারা আমাদের প্রার্থীর গায়ে আঘাত করা হচ্ছে। আমরা নাকি বহিরাগত নিয়ে আসি, কারা বহিরাগত নিয়ে আসছে এটা সবাই জানে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিচ্ছি। '
এদিকে এই ঘটনায় এফডিসিতে বেশ উত্তেজনা বিরাজ করছে৷