নিজের পোষা কুকুরের সঙ্গে সোনিয়া রিফাত ( পূর্বের ছবি)
বেসরকারি টেলিভিশনের উপস্থাপিকা সোনিয়া রিফাতের একটি পোষা কুকুরকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, একই ভবনের বাসিন্দার একটি গাড়ি শরীরের ওপর দিয়ে চালিয়ে দেওয়ায় কুকুরটি মারাত্মকভাবে আহত হয়। ওই দিনই একজন পশু চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা দেওয়া হলেও কুকুরটি আর বাঁচেনি।
সোনিয়া রিফাত দাবি করছেন, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, চালকের নাম রিপন, তিনি ওই ভবনের গৌতম বসুর গাড়িচালক হিসেবে নিযুক্ত।
সোনিয়া আরো বলেন, 'আমার বাসা শেওড়াপাড়া শামীম সরণি। কুকুর হত্যার বিষয়ে প্রথমে কাফরুল থানায় যাই, তারা জানায়, আমার বাসাটি তাঁদের থানার অন্তর্গত নয়। এরপর মিরপুর থানায় যাই, তারাও একই কথা জানায়। পরে শেরেবাংলানগর থানায় অভিযোগ নেওয়া হলেও তদন্তে এসে জানায়, এটা শেরেবাংলানগর থানার অধীনেও নয়। বুধবার কুকুরটি মারা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত দৌড়াদৌড়ি করে আমি আইনি ব্যবস্থা নিতে পারিনি। তাই আমি আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। '
এ বিষয়ে বক্তব্য জানার জন্য চালক রিপনের ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
এনটিভিতে 'জানার আছে বলার আছে' অনুষ্ঠানটির সঞ্চালনা করে পরিচিতি পেয়েছেন সোনিয়া রিফাত। একই চ্যানেলের 'শুভ সন্ধ্যা' অনুষ্ঠানটিও উপস্থাপনা করতেন এক সময়। বর্তমানে বাংলাভিশনের 'মিউজিক ক্লাব', নাগরিক টিভির 'মিউজিক ক্যাফে' অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।