kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

ধনুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদ হয়নি!

রংবেরং ডেস্ক   

২০ জানুয়ারি, ২০২২ ১৭:৪৫ | পড়া যাবে ১ মিনিটেধনুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদ হয়নি!

ধনুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে আলোচনা থামছেই না

দিন আগেই রজনীকান্তের মেয়ে পরিচালক ঐশ্বরিয়া রজনীকান্ত ও অভিনেতা ধনুশের বিচ্ছেদ নিয়ে তোলপাড় হয়। আদতে তাদের নাকি বিচ্ছেদই হয়নি! দুই তারকা অফিসিয়াল বিবৃতিতে তাদের পথ ‘আলাদা’ হয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু ধনুশের বাবা তামিল পরিচালক কস্তুরী রাজা জানালেন ভিন্ন কথা।  

রাজা বলেন, ‘ওদের মধ্যে কিছু পারিবারিক ঝামেলা হয়েছে।

বিজ্ঞাপন

ওরা এখন চেন্নাইতে নেই, হায়দরাবাদে। আমি ফোন করে তাদের কিছু পরামর্শ দিয়েছি। ’ 

তবে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর এ নিয়ে ধনুশ বা ঐশ্বরিয়া এখনো মুখ খোলেননি।  

বাবার সঙ্গে ধনুশ 

এদিকে জানা গেছে, কেবল ধনুশের পরিবার নয় ঐশ্বরিয়ার পরিবারও ভাঙা সংসার জোড়া লাগানোর চেষ্টা করছে। ঝগড়া মিটমাট করতে মাঠে নামছেন রজনীকান্ত স্বয়ং। এজন্য জামাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন রজনীকান্ত কিন্তু ধনুশ সাড়া দেননি।সাতদিনের সেরা