kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

এশার সঙ্গে রোশানের প্রেম, বিয়ে দুই বছর পর

রংবেরং ডেস্ক   

২০ জানুয়ারি, ২০২২ ১২:২৯ | পড়া যাবে ১ মিনিটেএশার সঙ্গে রোশানের প্রেম, বিয়ে দুই বছর পর

হবু স্ত্রী এশার সঙ্গে রোশান

দুই বছর আগে ফেসবুকে পরিচয়। এরপর দুই মাস তাহসিন এশার সঙ্গে ফোনে কথা বলেন অভিনেতা জিয়াউল রোশান। ঢাকার একটি রেস্টুরেন্টে দেখাও করেন। তখনো কেউ কাউকে ‘ভালোবাসি’ বলেননি।

বিজ্ঞাপন

আরো দুই মাস সময় নিয়েছিলেন একে অন্যকে বুঝতে। শেষ পর্যন্ত প্রেমে জড়িয়েছেন রোশান-এশা। তবে বিয়ে করবেন আরো দুই বছর পর, ২০২৪ সালে।  

রোশান বলেন, ‘এশা এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে। সামনের সেমিস্টার শেষ হলে তার বিশ্ববিদ্যালয়ের পাট শেষ হবে। এশার জন্ম ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায়। এর মধ্যে আমরা দুই পরিবারকে সব কিছু জানিয়েছি। পরিবারও আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। দুই বছর পর আমরা সম্পর্কটির পূর্ণতা দিতে চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ’

'ককপিট' ছবিতে দেবের সঙ্গে রোশান

উল্লেখ্য, গতকাল ছিল এশার জন্মদিন। দিনটিতে রোশান ফেসবুকে এশার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেখানে ক্যাপশনে লেখেন, ‘মাই বার্থডে লেডি। জীবনের শেষ দিন পর্যন্ত আমার জীবনে এমন সুন্দর ও আনন্দময় হয়ে থেকো। ’সাতদিনের সেরা