kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

শ্রমিকদের জীবনযাপন নিয়ে তথ্যচিত্র 'ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ডায়েরি'

রংবেরং ডেস্ক   

১৯ জানুয়ারি, ২০২২ ১৭:০৪ | পড়া যাবে ১ মিনিটেশ্রমিকদের জীবনযাপন নিয়ে তথ্যচিত্র 'ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ডায়েরি'

তথ্যচিত্র ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ডায়েরি

সড়ক পরিবহন শ্রমিকদের জীবনযাপন নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র 'ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ডায়েরি। ' সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিকদের দায় নিয়ে যত কথা হয়, তাদের সীমাবদ্ধতা নিয়ে সেভাবে কথা হয় না। এমন ভাবনা থেকেই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন আজহারুল হক অভি। মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত স্বাধীনতা হলে হয়ে গেল ছবিটির প্রিমিয়ার প্রদর্শনী।

বিজ্ঞাপন

নির্মাতা আজহারুল হক অভি বলেন, 'আমরা শ্রমিকদের দোষ-ত্রুটি নিয়ে যতটা সরব, তাদের অধিকার নিয়ে ততটা সরব হই না। তাদের দুর্দশার কথাও তেমন ভাবি না। সড়কে যথাযথ নিয়ম মানার কোনও প্রশিক্ষন বা কর্মশালাও করানো হয় না এই শ্রমিকদের। এসবই আমার চলচ্চিত্রে উঠে এসেছে। '

২০১৭ সালে ছবিটির শুটিং শুরু হয়, গত বছর শেষ হয়। রাজধানীর সায়েদাবাস ও মহাখালী বাস টার্মিনাল,  সাভার ও মদনপুর এলাকায় এর শুটিং করা হয়।

প্রিমিয়ার প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শাজাহান খান।সাতদিনের সেরা