চুক্তি অনুষ্ঠানে আনিসুর রহমান মিলন, ইয়ামিন হক ববি ও সাঞ্জু জন
ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন আনিসুর রহমান মিলন ও ইয়ামিন হক ববি। পরে ‘ব্ল্যাকমেইল’, ‘ওয়ানওয়ে’, ‘বিজলী’, ‘ডনগিরি’-তেও একসঙ্গে দেখা গেছে তাঁদের। এবার একসঙ্গে দেখা যাবে ওয়েব ছবিতে। সঙ্গে যোগ হয়েছেন সাঞ্জু জন।
বিজ্ঞাপন
মিলন বলেন, ‘ছবিতে আমি পুলিশ। আগেও পুলিশ চরিত্র করেছি। তবে এই গল্পটা আগেরগুলোর চেয়ে আলাদা। সবাই ভালো গল্প চায়, এখন ভালো গল্প ছাড়া দর্শক বসিয়ে রাখা সম্ভব নয়। এই ছবিটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুশি। ’
ববি বলেন, ‘বছরের শুরুতে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলাম। বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এখানে আমাকে দেখা যাবে অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায়। আমার লেখা রিপোর্টে দেশে ঘটে যাওয়া একটা গুরুত্বপূর্ণ ঘটনা উঠে আসবে, যেটা অনেক দিন ধরে আড়ালে ছিল। আশা করছি, পুরো ইউনিটের প্রচেষ্টায় একটা ভালো কাজ উপহার দিতে পারব। ’
মিলন ও ববি তাঁদের চরিত্র নিয়ে দুই লাইন বললেও সাঞ্জু জন মুখ খুলতে চাইলেন না। ‘আগেই বলে দিলে তো আর চমক থাকছে না। তবে এটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না। ’
১৭ জানুয়ারি আরটিভির নিজস্ব কার্যালয়ে ওয়েব ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিকুর রহমান, চ্যানেলটির অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিবসহ অনেকে। শিগগিরই শুটিংয়ে নামবেন পরিচালক।