kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

মুক্তির ছাড়পত্র পেল 'অমানুষ'

অনলাইন ডেস্ক   

২৫ নভেম্বর, ২০২১ ১৭:৩২ | পড়া যাবে ২ মিনিটেমুক্তির ছাড়পত্র পেল 'অমানুষ'

সেন্সর ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত ছবি 'অমানুষ'। আপত্তি সংশোধন করে দ্বিতীয় দফায় জমা দিলে চলচ্চিত্র সেন্সরবোর্ড  বৃহস্পতিবার ছবিটির ছাড়পত্র দেয়। 

এর আগে ‘অমানুষ’ দেখে সেন্সর বোর্ড থেকে একটি সংশোধনী দেওয়া হয়। পরিচালক সংশোধন করে পুনরায় সেন্সরে মুক্তির জন্য আবেদন জানালে বৃহস্পতিবার অমানুষ সেন্সর ছাড়পত্র লাভ করে। পরিচালক মামুন জানান, রবীন্দ্রসংগীতের একটি অংশের মিউজিকে সামান্য সংশোধন করে ছাড়পত্র নেওয়া হয়েছে। 
 
গেল এপ্রিলে শুরু হয় নিরব-মিথিলা জুটির প্রথম সিনেমা ‘অমানুষ’র শুটিং। সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। জঙ্গলে এই ডাকাতদের খপ্পরে পড়েন মিথিলা। গল্পের শুরুটা সেখান থেকে। ঘটতে থাকে একের পর এক অঘটন।

নিরব বলেন, সিনেমাটির জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হয়। ডাকাত চরিত্রের জন্য মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন এনেছি। এই নিরবকে আগে কখনোই দেখেনি দর্শক। সিনেমাটি মুক্তির জন্য আমি অধীর অপেক্ষায় আছি।

অনন্য মামুন বলেন, এ সিনেমার মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। তার এই পরিবর্তনটা আরো পাঁচ বছর আগে হলে নিরবের অবস্থান অনেক ওপরে থাকত। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন। তাকে যেভাবে বলেছি সেভাবেই নিজেকে সঁপে দিয়েছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়।

অনন্য মামুন আরো বলেন, মিথিলা আমার পছন্দের অভিনেত্রীদের একজন। কাজ করতে গিয়ে দেখেছি তিনি যেমন সিরিয়াস, তেমনি সিনসিয়ার। তার উপস্থিতি এই সিনেমাকে নিশ্চয়ই দর্শকদের কাছে ভিন্নমাত্রা যোগ করবে।

পরিচালক জানান, এটি কোনো ওয়েব ফিল্ম নয়। পরিপূর্ণ সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটিতেও মুক্তি দেওয়া হবে।

নিরব-মিথিলা ছাড়াও ‘অমানুষ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর, নওশাবা, রাশেদ অপু, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।সাতদিনের সেরা