kalerkantho

সোমবার । ১৪ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

সিলেটে শুটিং, পায়ের জোঁক ছাড়াতে গিয়ে রক্তাক্ত নিরব

অনলাইন ডেস্ক   

১৮ নভেম্বর, ২০২১ ১৩:৫৭ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে শুটিং, পায়ের জোঁক ছাড়াতে গিয়ে রক্তাক্ত নিরব

সিলেটের জাফলংয়ে শুটিং চলাকালে আহত হয়েছেন চিত্রনায়ক নিরব। সেখানকার একটি পদ্মবিলে বুধবার রাত ১টা নাগাদ নৌকায় শুটিং চলাকালে তার বাঁ পায়ের তালু কেটে জখম হয়েছে।

দ্রুত স্থানীয় জয়ন্তিকা সরকারি স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে নিরবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার পায়ে ব্যান্ডেজ।  এ জন্য শুটিং করতে পারছেন না। বিশ্রামে আছেন তিনি। জাফলং থেকে বৃহস্পতিবার সকালে খবরটি জানিয়েছেন নিরব।

সাইফ চন্দনের পরিচালনায় জাফলংয়ে ‘কয়লা’ সিনেমার শুটিং করছিলেন নিরব। তার সঙ্গে সেখানে শুটিং করছিলেন চিত্রনায়িকা বুবলীও। তবে তিনি সুস্থ আছেন।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে এ নায়ক বলেন, যে পদ্মবিলে শুটিং করছিলাম সেখানে সাপ ও জোঁকে ভরা। এসবের মধ্যে পানিতে নেমে শুটিং করছিলাম। শেষ দৃশ্যটি পুনরায় শুট দেওয়ার সময় আমার পায়ে প্রায় ৫ ইঞ্চির একটি বিশাল জোঁক কামড় দেয়।

‘প্রথমে বুঝতে পারিনি সেটি জোঁক। পরে কোনোভাবেই জোঁকটিকে ছাড়াতে না পেরে নৌকার বাঁশের ছাঁচে সজোরে ঘষা দিলে অনেকখানি পায়ের তালু জখম হয়। শুটিং তো দূরের কথা, এখন আমি হাঁটতেও পারছি না। আমার শুটিং বন্ধ হওয়ায় ইউনিটের অন্যরাও বিপদে পড়েছে।’সাতদিনের সেরা