kalerkantho

সোমবার । ২১ অগ্রহায়ণ ১৪২৮। ৬ ডিসেম্বর ২০২১। ১ জমাদিউল আউয়াল ১৪৪৩

পবিত্র ওমরাহ করতে গেছেন ফাহমিদা নবী

অনলাইন ডেস্ক   

১৬ নভেম্বর, ২০২১ ১৪:১৮ | পড়া যাবে ১ মিনিটেপবিত্র ওমরাহ করতে গেছেন ফাহমিদা নবী

পবিত্র ওমরাহ পালন করতে প্রথমবারের মতো সৌদি আরব গেছেন  সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার সঙ্গে সেখানে গেছেন ছোট বোন অন্তরাসহ কয়েকজন আত্মীয়-স্বজন।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) মদিনায় গেছেন তারা। সেখানে প্রার্থনাও করেছেন। আগামী বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মক্কায় গিয়ে ওমরাহ পালন করবেন এই গায়িকা।

ফাহমিদা নবী বলেন, ‘পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব এসেছি প্রথমবারের মতো। এখানকার পরিবেশ এবং যা দেখছি তা মুখে বলে প্রকাশ করার মতো নয়। মদিনায় দারুণ শান্তি পেয়েছি। এখন মক্কা যাওয়ার জন্য অপেক্ষায় আছি। সত্যি বলতে কি, অনেক ভালো অনুভূতি হচ্ছে। দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন।’

সেখানে তোলা নানা মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন ফাহমিদা নবী। হোটেলের জানালা থেকে তোলা একটি ছবিতে প্রিয় নবীর রওজা মোবারক দেখা যাচ্ছে। এ ছাড়া পরপর কয়েকটি পোস্টে আরো অনেক ছবি যুক্ত আছে।

ওমরাহ পালন শেষে আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন ফাহমিদা নবী। দেশে ফিরেই নতুন কাজে হাত দেবেন এই গায়িকা।সাতদিনের সেরা