kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

কঙ্গনা রানাউত 'পদ্মশ্রী' পেলেন

অনলাইন ডেস্ক   

৯ নভেম্বর, ২০২১ ১২:৪০ | পড়া যাবে ১ মিনিটেকঙ্গনা রানাউত 'পদ্মশ্রী' পেলেন

ভারতের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন। এ ছাড়া সংগীতশিল্পী আদনান সামি, সুরেশ ওয়াদকর, বলিউডের প্রযোজক-পরিচালক করণ জোহর, প্রযোজক একতা কাপুর, টিভি অভিনেত্রী সারিতা জোশি এ বছর এই সম্মাননা লাভ করেন। 

সোমবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তারা। খবর এনডিটিভির। 
 
কঙ্গনা কিছুদিন আগেই 'মণিকর্ণিকা' এবং 'পাঙ্গা' ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে চতুর্থবারের মতো জাতীয় পুরস্কার জেতেন। এর আগে 'ফ্যাশন', ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু’ চলচ্চিত্রে অভিনয় করে তিনবার জাতীয় পুরস্কার জেতেন ৩২ বছর বয়সী কঙ্গনা।

সর্বশেষ তাকে দেখা যায় জয়ললিতার বায়োপিক 'থালাইভি' চলচ্চিত্রে।সাতদিনের সেরা