kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

মাসুদ পথিকের ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গেল বাথরুমে

অনলাইন ডেস্ক   

২২ অক্টোবর, ২০২১ ১৫:০০ | পড়া যাবে ১ মিনিটেমাসুদ পথিকের ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গেল বাথরুমে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিকের একমাত্র ছেলে অনুসূর্য মারা গেছে। তার বয়স হয়েছিল মাত্র আট বছর। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় অনুসূর্য। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) 

মাসুদ পথিকের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে গোসল করতে যায় অনুসূর্য। অনেকক্ষণ হয়ে গেলেও সে বের হচ্ছিল না। ডাকাডাকি করে সাড়া পাওয়া যাচ্ছিল। শেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। দরজা ভেঙে বাথরুমে অনুসূর্যকে মৃত পাওয়া যায়।

নরসিংদীতে গ্রামের বাড়িতে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে অনুসূর্যর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে গ্রামের বাড়িতেই সমাহিত করা হয়। 

ছেলের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন মাসুদ পথিক। ছেলের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সাতদিনের সেরা