kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন ছায়ানটে

অনলাইন ডেস্ক   

২২ অক্টোবর, ২০২১ ১৩:৩৯ | পড়া যাবে ১ মিনিটেসাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন ছায়ানটে

ছবি: সংগৃহীত

'সাম্প্রদায়িক অপশক্তি রুখে দাঁড়াও'-এ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে কয়েকটি  সাংস্কৃতিক সংগঠন। আজ শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট সংস্কৃতি ভবন প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধনে ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, বাঙালি সব সময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই দেশে ধর্মান্ধ শক্তির স্থান নেই। তাই সাম্প্রদায়িক অপশক্তি রুখে দিতে দেশবাসীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। ধর্মান্ধদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 

কর্মসূচিতে ছায়ানট, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী ও নেতাকর্মীরা অংশ নেন।  সাতদিনের সেরা