kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

বলিউডে ‘খুফিয়া’র নায়িকা বাংলাদেশের বাঁধন

অনলাইন ডেস্ক   

১৯ অক্টোবর, ২০২১ ১৬:১২ | পড়া যাবে ১ মিনিটেবলিউডে ‘খুফিয়া’র নায়িকা বাংলাদেশের বাঁধন

নানা আলোচনা-সমালোচনার পর বলিউডের নির্মাতা বিশাল ভরদ্বাজের হিন্দি সিনেমা ‘খুফিয়া’-তে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ সিরিজে অভিনয় করে এরই মধ্যে ওপার বাংলায় সাড়া ফেলেছেন বাঁধন।

সম্প্রতি বিশাল ভরদ্বাজ ইনস্টাগ্রামে আজমেরির সঙ্গে ছবি শেয়ার করেছেন। তার পরেই প্রকাশ্যে এসেছে এই খবর। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালকের সঙ্গে ছবি শেয়ার করেছেন শিলাজিৎও। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘দিল্লি চলো’।

 বিশালের 'খুফিয়া' ২০১২-তে অমর ভূষণের লেখা 'এস্কেপ টু নো হোয়্যার' রহস্য-রোমাঞ্চ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে। বিশাল ভরদ্বাজের এই ছবিতে বাঁধনের পাশাপাশি দেখা যাবে তাবু, আলি ফজল, আশিস বিদ্যার্থীর মতো অভিনেতাদের।

কয়েক মাস আগেই বাঁধন অভিনীত ছবি ‘রেহানা মারিয়াম নূর’ কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেন। এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমা স্থান পেয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। ফ্রান্সে এই উৎসবের রেড কার্পেটে জামদানি শাড়ি পরে সবার নজর কেড়েছিলেন বাঁধন। 

 সাতদিনের সেরা