kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

কাজলকে যে কারণে পছন্দ করেন না শাহরুখ পুত্র আব্রাম

অনলাইন ডেস্ক   

১৮ অক্টোবর, ২০২১ ১৪:৪৫ | পড়া যাবে ১ মিনিটেকাজলকে যে কারণে পছন্দ করেন না শাহরুখ পুত্র আব্রাম

কাজলের সঙ্গে বাবাকে দেখতে একেবারে পছন্দ করেন না শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম। এক সাক্ষাতকারে নিজেই এ কথা জানিয়েছিলেন কিং খান। কিন্তু আব্রামের অপছন্দের তালিকায় কীভাবে যোগ হলেন কাজল তাই প্রশ্নের বিষয়।

এ জন্যই দায়ী করা হয় রোহিত শেঠীকে। ‘দিলওয়ালে’ সিনেমার একটি দৃশ্যে শাহরুখকে আঘাত পেতে দেখা যায়। তখনও বাস্তব এবং সিনেমার মধ্যে পার্থক্য করতে শেখেনি আবরাম। তাই তার ধারণা সিনেমার নায়িকা কাজলের জন্য তার  বাবা ব্যথা পেয়েছেন।

শাহরুখ বলেন, “ও কাজলের উপর রেগে গিয়েছিল।” রাগ সামলাতে না পেরে কাজলকে আব্রাম বলেই বসে, “পাপা টুট গায়ে।” এর পরেই হাসতে হাসতে শাহরুখ বলেন, “ আমি জানি আমার সঙ্গে কাজলের জুটিটা আব্রাম পছন্দ করেনি।” উপস্থিত সকলেই আব্রামের এ কাণ্ড শুনে হেসেছিলেন।

২০১০ সালে মাই নেম ইজ খানের পাঁচ বছর পর ফের ‘দিলওয়ালে’ সিনেমায় জুটি বেঁধেছিলেন শাহরুখ-কাজল। বক্স অফিসেও সাফল্যের মুখ দেখেছিল রোহিত শেঠীর ওই সিনেমা। তবে ছোট্ট আব্রামের এই জুটি পছন্দ না হলেও, দু’দশক ধরে দর্শক-মনে একইভাবে রয়েছে শাহরুখ-কাজল জুটি। সাতদিনের সেরা