kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

'তখন আমার ওজন ছিল ৪৫ কেজি, এখন ৭০ কেজি'

অনলাইন ডেস্ক   

১৭ অক্টোবর, ২০২১ ১৫:২৬ | পড়া যাবে ১ মিনিটে'তখন আমার ওজন ছিল ৪৫ কেজি, এখন ৭০ কেজি'

মুক্তির প্রথম সপ্তাহেই দর্শকপ্রিয়তা পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েশনসের প্রযোজনায় ও বসুন্ধরা এলপি গ্যাসের সহযোগিতায় নির্মিত  ‘চন্দ্রাবতী কথা’। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, যমুনা ব্লকবাস্টার ও সিনেস্কোপ নারায়ণগঞ্জে মুক্তি পেয়েছে ছবিটি। 

এই ছবিতে একজন পটুয়া, যার নাম অশোক- এই চরিত্রে অভিনয় করেছেন তনয় বিশ্বাস। শনিবার নিজের অভিনীত ছবি দেখতে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় আসেন তনয়। সেখানেই ছবির বিষয়ে কথা বলতে গিয়ে জানালেন, পাঁচ বছর আগে যখন ছবিতে অভিনয় শুরু করেন তখন তাঁর ওজন ছিল ৪৫ কেজি। তনয় বলেন, 'তখন আমার ওজন ছিল ৪৫ কেজি, এখন ৭০ কেজি। হয়তো অনেকেই আমাকে এখন না-ও চিনতে পারেন।' 

চন্দ্রাবতী কথা ছবিটি সম্পর্কে তনয়ের মুখেই শুনুন। সাতদিনের সেরা