kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

গত বছর বিয়ে, এখনই ডিভোর্স চান লেইলা

অনলাইন ডেস্ক   

১৭ অক্টোবর, ২০২১ ১৩:২৬ | পড়া যাবে ১ মিনিটেগত বছর বিয়ে, এখনই ডিভোর্স চান লেইলা

অস্ট্রেলিয়ান-আমেরিকান অভিনেত্রী লেইলা জর্জ। অভিনেত্রী সাচ্চি এবং অভিনেতা-প্রযোজক ভিনসেন্ট  ডি'ওনোফ্রিও'র মেয়ে তিনি। অস্কার বিজয়ী অভিনেত্রী লেইলার এটাই প্রথম বিয়ে।

জানা গেছে, বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন লেইলা। 

২০২০ সালের আগস্টে লেইলা জর্জ ও সান পেন তাদের বিয়ের বিষয়টি জানান।  বেশ কয়েক মাস ধরে তাদের সম্পর্কের ব্যাপারে গুঞ্জন চলছিল। বিশেষ করে ষাটোর্ধ্ব সান পেন ও ৩০-এর কম বয়সী লেইলার সম্পর্ক নেটিজেনরা যেন মেনে নিতে পারছিলেন না।

সেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার এক বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটছেন। এর আগে ২০১৬ সালে তারা রেড কার্পেটে হেঁটেছেন।

৬১ বছর বয়সী পেন অবশ্য এর আগে চার্লিজ থেরনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তারও আগে ম্যাডোনাকে বিয়ে করেছিলেন। রবিন রাইটের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন পেন।
সূত্র :  ফ্রান্স টোয়েন্টিফোর।সাতদিনের সেরা