kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

জুটি বাঁধছেন আয়ুষ্মান-বাণী

অনলাইন ডেস্ক   

১৬ অক্টোবর, ২০২১ ১৩:১৪ | পড়া যাবে ১ মিনিটেজুটি বাঁধছেন আয়ুষ্মান-বাণী

'রক অন', 'কাই পো চে' ও 'কেদারনাথ'খ্যাত নির্মাতা অভিষেক কাপুর এবার 'চণ্ডীগড় কি আশিকি' নামে নতুন একটি সিনেমা তৈরি করছেন। আর প্রেমের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় জুটি বাঁধবেন বাণী কাপুর ও আয়ুষ্মান খুরানা।

এই প্রথমবারের মত বাণী-আয়ুষ্মান একসাথে পর্দায় আসবেন। আর এ কারণ সিনেমা নিয়ে আশাবাদী বাণী কাপুর। তিনি বলেছেন, 'এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা আয়ুষ্মান খুরানা। আমাদের দু'জনের প্রথম ছবির বিষয়বস্তু প্রেমকাহিনি হওয়ায় আমি আরও বেশি খুশি। ছবির গল্পটা একদম অন্যরকম। ছবিটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।'

সিনেমায় একজন অ্যাথলেটের চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। আয়ুষ্মান বলেন, 'ছবিতে আমাকে একটা নতুন অবতারে দর্শকদের সামনে হাজির করবে। ফলে কিছুটা স্নায়ুচাপের মধ্যেও আছি। দর্শকরা আমাকে এভাবে দেখে কী প্রতিক্রিয়া জানান, সেটাও জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

 সিনেমার দৃশ্যধারণ হয়েছে চণ্ডীগড়ে। পাঞ্জাবের এই শহরের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে ব্যতিক্রমী এক প্রেমের ছবি। সম্প্রতি সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে।সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে 'চণ্ডীগড় কি আশিকি' ।সাতদিনের সেরা