kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

‘মানিকে মাগে হিতে’ গাইলেন সালমান খান (ভিডিও)

অনলাইন ডেস্ক   

১০ অক্টোবর, ২০২১ ১৩:৫৭ | পড়া যাবে ২ মিনিটে‘মানিকে মাগে হিতে’ গাইলেন সালমান খান (ভিডিও)

‘মানিকে মাগে হিতে’। বাংলা অর্থ ‘প্রিয় তুমি আমার হৃদয়ে’। এই গান দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি সিলভা। তার গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নানা দেশের শিল্পীরা গানটিকে কভার করেছেন। অনেক তারকাও গানটি গেয়েছেন।

এবার এই গান গাইলেন সালমান খান। কেমন গাইলেন তিনি? জানতে চাইছেন তো?

যে ভিডিওটি প্রকাশ হয়েছে সালমানের গান গাওয়ার, সেটিতে দেখা গেল কঠিন শব্দের গানটি গাইতে গিয়ে তিনি সবাইকে হাসিয়েছেন। তার গাওয়া দেখে ও শুনে হেসে দিয়েছেন গানের শিল্পী ইয়োহানি নিজেও।

ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস-১৫’-এর আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে গানটি পরিবেশন করেন ২৮ বছর বয়সী গায়িকা ইয়োহানি। অনুষ্ঠানে ইয়োহানির অনুরোধে তার সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গাওয়ার চেষ্টা করেন অনুষ্ঠানের উপস্থাপক সালমানও।

কালারস টেলিভিশনের ইনস্টাগ্রামে প্রকাশিত এ অনুষ্ঠানের প্রমোতে দেখা গেছে, সিংহলি ভাষার এ গানের শব্দ উচ্চারণ করতে গিয়ে সালমান খানের হিমশিম অবস্থা। তা দেখে দর্শকদের সঙ্গে ইয়োহানিও হাসি আটকে রাখতে পারেননি।

এই অনুষ্ঠানের সুবাদে এবারই প্রথমবার ভারতীয় কোনো টিভি চ্যানেলে হাজির হচ্ছেন ইয়োহানি। এবারের পর্বটি শনিবার ভারতীয় সময় রাত ৯টায় সম্প্রচার হবে।


এ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়ে বলিউডের শ্রীলঙ্কান তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইয়োহানি; দুজনের একটি ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।সাতদিনের সেরা