kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

কাজে ফিরলেন ক্যান্সার আক্রান্ত কিরণ খের, উচ্ছ্বসিত অনুপম খের

অনলাইন ডেস্ক   

৯ অক্টোবর, ২০২১ ১৩:১৯ | পড়া যাবে ১ মিনিটেকাজে ফিরলেন ক্যান্সার আক্রান্ত কিরণ খের, উচ্ছ্বসিত অনুপম খের

 কয়েকমাসের বিরতিতে কাজে ফিরলেন ক্যান্সার আক্রান্ত বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কিরণ খের। কাজে ফেরার সঙ্গে সেই ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে ল্যাপটপের সামনে বসে কিরণ খেরকে কাজ করতে দেখা গেছে।

বাসায় বসে ভিডিও কলের মাধ্যমে বেশ কিছু অক্সিজেন উৎপাদক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে ক্যাপশনে জানান কিরণ খের। তিনি কাজে ফেরায় বেশ উচ্ছ্বসিত স্বামী অনুপম খের। তাইতো ছবির কমেন্টে স্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন, ‘ওয়েল ডান’।  

চলতি বছর এপ্রিল মাসে টুইট বার্তায় অনুপম জানিয়েছিলেন, এক ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিরণ। তারপর কয়েক মাস কিরণের স্বাস্থ্যের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে গেছেন তার ছেলে সিকান্দার খের।  

২০২০ সালের নভেম্বরে এই অভিনেত্রীর বামহাত ভেঙে যায়। সেই চিকিৎসা চলাকালীন বিভিন্ন পরীক্ষায় জানা যায় কিরণের ক্যান্সারের কথা। তখন থেকেই চিকিৎসা চলছিলো খ্যাতনামা এই অভিনেত্রীর। তবে তিনি এখনো ক্যান্সারমুক্ত হয়েছেন কি না সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি। সাতদিনের সেরা