kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

মালদ্বীপে গিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন শুভশ্রী

অনলাইন ডেস্ক   

৩০ সেপ্টেম্বর, ২০২১ ১২:০৯ | পড়া যাবে ১ মিনিটেমালদ্বীপে গিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন শুভশ্রী

ব্যস্ততার মধ্যেও এক টুকরো অবসর খুঁজে নিতে মালদ্বীপ গেছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি পুত্র ইউভানকে নিয়ে দুজনেই তাই পাড়ি দিয়েছেন নীল জলের দেশ মালদ্বীপে।

ঘুরতে যাওয়ার নানা ঝলক ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন শুভশ্রী। রাজ-পত্নী কালো রঙের স্নান পোশাক পরে পানিতে নেমেছেন।

সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভশ্রী। ছবিতে শুধু তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। সূর্যের আলো ছুঁয়ে যাচ্ছে শুভশ্রীর মুখমণ্ডল। ভেজা চুলে আনমনে অন্য দিকে তাকিয়ে আছেন তিনি। লেন্সের দিকে চোখ নেই তার।

অন্য দিকে শুভশ্রীর মতো নিজের ছবি পোস্ট করেছেন রাজ চক্রবর্তী। নীল পানির মাঝখানে বিলাসবহুল রিসোর্ট থেকে একাধিক ছবি দিয়েছেন তিনি। কখনো শুধুই নীল পানি, কখনো আবার রাজকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখা যাচ্ছে ছবিগুলোতে।

ইউভানের জন্মদিনের ঠিক আগেই তাকে নিয়ে পুরীতে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। মা-বাবার হাত ধরে সমুদ্র দেখেছিল ইউভান। সমুদ্রসৈকতে গুটি গুটি পায়ে হাঁটতে দেখা গিয়েছিল তাকে। এবারও একইভাবে রিসোর্টের বড় কাচের জানালা দিয়ে প্রাণ ভরে সমুদ্র দেখছে সে।সাতদিনের সেরা