kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

মরণোত্তর দেহদানের অঙ্গীকার কবীর সুমনের

অনলাইন ডেস্ক   

২৩ সেপ্টেম্বর, ২০২১ ২১:২৩ | পড়া যাবে ১ মিনিটেমরণোত্তর দেহদানের অঙ্গীকার কবীর সুমনের

মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। ভারতের গণদর্পণ নামে একটি সংস্থাকে দেহদানের অঙ্গীকার করেছেন তিনি। বুধবার সেই সংক্রান্ত নথিপত্রে সইও করে ফেলেছেন। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে।

জি-নিউজরে খবরে বলা হয়, মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি সামনে এনেছেন কবীর সুমন। তিনি লিখেছেন, ‘মরণোত্তর দেহদানের অঙ্গিকারপত্রে সই - গতকাল, ২২,০৯,২১ সন্ধে।’

জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন তিনি। এখন তিনি সুস্থ। সুযোগ পেলে গানচর্চায়ও মেতে উঠছেন গানওয়ালা। নতুন নতুন রাগ নিয়ে কাজ করছেন কবীর সুমন। এবার পূজায় মুক্তি পেতে পাচ্ছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। এই ছবিতে সংগীত পরিচালকের দায়িত্বে রয়েছেন কবীর সুমন।

সূত্র: জি-নিউজ।সাতদিনের সেরা