kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

কাজলকে নিয়ে গুঞ্জন বাড়ছেই

অনলাইন ডেস্ক   

২০ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৪৮ | পড়া যাবে ২ মিনিটেকাজলকে নিয়ে গুঞ্জন বাড়ছেই

দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়ালকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। মা হতে চলেছেন তিনি।

‘আচারিয়া’ ও ‘ঘোস্ট’ সিনেমার শুটিং বন্ধ করে সম্প্রতি বিশ্রামে আছেন এ অভিনেত্রী। নির্মাতাকে কাজল জানিয়েছেন, কিছুদিনের বিরতি নিয়ে আবার শুটিংয়ে ফিরবেন। এতে গুঞ্জনের পালে জোর হাওয়া বইছে যে অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি বিরতিতে গেছেন কাজল। মাতৃত্বের সময়টি পুরোপুরি উপভোগ করতে সিনেমা থেকে তিনি দূরে থাকছেন। তাই নতুন কোনো সিনেমার কাজ নিচ্ছেন না।

সোশ্যাল মিডিয়ায়ও কাজল তেমন একটা সক্রিয় না এখন। এতে তার অন্তঃসত্ত্বার গুঞ্জন আরো জোরালো হয়েছে।

অবশ্য মা হতেই পারেন দক্ষিণের এই নায়িকা। গত বছরের ৩০ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। আর এ যুগলের ঘর আলো করে কবে নতুন অতিথি আসবে সেই অপেক্ষায় প্রহর গুনছেন কাজলের বোন নিশা।

এক সাক্ষাৎকারে নিশা বলেছিলেন, ‘আমি চাই কাজলের কোলে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা আসুক। আমি এ কথা ওকে ওর বিয়ের সময়ই বলে দিয়েছিলাম। এর পেছনে আমার একটি স্বার্থও আছে। কারণ ও যদি মা হতে দেরি করে, তাহলে আমার ছেলের সঙ্গে ওর বাচ্চার বয়সের বেশ ব্যবধান হয়ে যাবে।’

তবে কাজলের অন্তঃসত্ত্বার খবরও এখনো গুঞ্জনেই সীমাবদ্ধ। কারণ এ বিষয়ে এখনো মুখ খোলেননি এ জনপ্রিয় দক্ষিণী তারকা।সাতদিনের সেরা