kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

সিনেমায় লিমনের কথায় গাইলেন কিশোর

অনলাইন ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২৪ | পড়া যাবে ২ মিনিটেসিনেমায় লিমনের কথায় গাইলেন কিশোর

জনপ্রিয় চিত্র পরিচালক বদিউল আলম খোকন। ডিজিটাল প্লাটফর্মে তিনি নতুন ওয়েব ফিল্মের ঘোষণা দিলেন। সম্প্রতি রাজধানীর ফোকাস স্টুডিওতে 'তুমি কতো আপন' শিরোনামের ওয়েব ফিল্মের একটি গান রেকর্ড হলো।

এ গানে কণ্ঠ দিয়েছেন কিশোর। মুরাদ নূরের সুরে 'খেলা হবে' শিরোনামের গানটি লিখেছেন লিমন আহমেদ। মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটিতে কিশোরের সহশিল্পী নকশী তাবাসসুম। 

এ গান প্রসঙ্গে কিশোর বলেন, 'খোকন ভাই বড় ক্যানভাসের সিনেমা বানান। তার 'আগুন' সিনেমায় একটি গান গেয়েছিলাম। কাছ থেকে দেখেছি ভীষণ ভালো মনের মানুষ। তার টিমের একজন হতে পেরে ভালো লাগছে। এই সেতু বন্ধনের জন্য বন্ধু মুরাদ নূরকে ধন্যবাদ। কথা, সুর ও সংগীতের বেশ সমন্বয় ছিলো। নাচের গানটি আমার মতো নিশ্চয়ই সবার ভালো লাগবে।'

লিমন আহমেদ বলেন, 'সময় ও ট্রেন্ড ধরে একটা উপভোগ্য গান করার চেষ্টা৷ দর্শক উপভোগ করলেই খুশি হবো৷'

পরিচালক বদিউল আলম খোকন বলেন, 'যুগের চাহিদায় বর্তমান ডিজিটাল প্লাটফর্মে সেলুলয়েডের উপস্থাপনে বেশ পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় ওয়েব ফিল্ম নির্মাণ করছি। 'তুমি কতো আপন'-এর গান রেকর্ডের কাজ শেষ করে শুটিং-এ যাবো। 

নায়ক নায়িকাদের সাথে মৌখিক আলোচনা হয়েছে। লিখিত চুক্তি হলেই প্রকাশ করবো। আগে গানগুলো রেকর্ড করি।'

তিনি জানান, তার প্রথম ওয়েব ফিল্মে সময়ের সেরা তারকাদের দেখা যাবে৷সাতদিনের সেরা