kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

সাইফ শুভ'র নতুন গান 'বেহিসেবি মন'

অনলাইন ডেস্ক   

১৩ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৫ | পড়া যাবে ২ মিনিটেসাইফ শুভ'র নতুন গান 'বেহিসেবি মন'

সম্প্রতি 'বেহিসেবী মন' শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী সাইফ শুভ। স্টুডিও জয়া'র নিজস্ব রেকর্ডিং স্টুডিওতে নতুন গানটির রেকর্ডিং রবিবার রাতেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সাইফ শুভ। 'বেহিসেবি মন' গানটির কথা লিখেছেন নবীন গীতি কবি সজীব ইসলাম সাগর। গানটির সুর এবং সংগীত আয়োজন করেছেন সংগীত পরিচালক রাজন সাহা। 

নতুন গানটি সম্পর্কে শুভ জানান 'বেহিসেবী মন' গানটি ভিষণ রোমান্টিক একটি গান। তিনি বলেন, গানের প্রতিটি শব্দ সুর আর মিউজিক কম্পোজিশন আমাকে বাড়াবাড়ি রকমের মুগ্ধ করেছে। দারুন আনন্দ নিয়ে গানটি গেয়েছি। আশা করছি সব ধরনের দর্শক শ্রোতারা এই গানটি খুব পছন্দ করবেন। 

গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে জানিয়ে শুভ বলেনম, 'এই প্রথম কোনও গানে ভিডিও ডিরেক্টর হিসেবে কাজ করলাম। গানটির মিউজক ভিডিওর জন্য গত এক মাস ধরে দেশের বিভিন্ন জায়গায় নতুন মুখ খুঁজেছি। অবশেষে উৎস এবং রিমিকে পেয়েছি, উৎস এবং রিমি মিডিয়াতে একদমই নতুন মুখ। ওরা নিজেদের সবটুকু চেষ্টা দিয়ে দারুণ কাজ করছে । আসছে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গানটি স্টুডিও জয়া'র অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফিসিয়াল ফেইবুক পেইজ, ওয়েবসাইট সহ স্টুডিও জয়া'র সকল ডিজিটাল প্লাটফর্মে একযোগে মুক্তি পাবে।সাতদিনের সেরা