kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

মা হতে যাচ্ছেন জেনিফার লরেন্স

অনলাইন ডেস্ক   

১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২০ | পড়া যাবে ১ মিনিটেমা হতে যাচ্ছেন জেনিফার লরেন্স

অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স মা হতে চলেছেন। তিনি ও তার স্বামী কুক ম্যারোনি প্রথম সন্তানকে দেখার অপেক্ষায় উদগ্রীব।

পশ্চিমা একটি সংবাদমাধ্যমকে লরেন্সের পক্ষ থেকে সুখবরটি জানানো হয়েছে। তবে কবে তিনি সন্তানের জন্ম দিতে যাচ্ছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেননি ৩১ বছর বয়সী এই তারকা।

দীর্ঘদিন প্রেম করার পর ২০১৯ সালে ঘর বাঁধেন জেনিফার লরেন্স ও কুক ম্যারোনি। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউ পোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। একাডেমি অ্যাওয়ার্ডজয়ী এই অভিনেত্রীর বিয়েতে তার পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগ দিয়েছিলেন হলিউডের বেশ কয়েকজন তারকাও। সে তালিকায় ছিলেন এমা স্টোন, ক্রিস জেনার ও সিয়েনা মিলার।  

জেনিফারের স্বামী কুক ম্যারোনি সিনেমা জগতের কেউ নন। তিনি নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আর্ট গ্যালারির পরিচালক। সেই হিসেবে শিল্পের সঙ্গে তার সংযোগ তো আছেই বলা যায়।  

‘এক্স ম্যান’খ্যাত অভিনেত্রী চলতি বছরের ডিসেম্বর ‘ডোন্ট লুক আপ’ সিনেমা দিয়ে ফের পর্দায় হাজির হতে যাচ্ছেন।  সাতদিনের সেরা