kalerkantho

সোমবার । ২ কার্তিক ১৪২৮। ১৮ অক্টোবর ২০২১। ১০ রবিউল আউয়াল ১৪৪৩

বললেন অপূর্ব

'অদিতি পরকীয়ায় যুক্ত ছিলেন না'

অনলাইন ডেস্ক   

৩ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৬ | পড়া যাবে ৩ মিনিটে'অদিতি পরকীয়ায় যুক্ত ছিলেন না'

অপূর্ব বিয়ে করেছেন বৃহস্পতিবার। কনে শাম্মা দেওয়ান অপূর্বের তৃতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রীও নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিচ্ছেদ হয় ২০১৯ সালে। এরপর এ বছর বিয়ে করেন অদিতি। তবে বুধবার অদিতির একটি ফেসবুক স্ট্যাটাস অপূর্বের নতুন বিয়েকে প্রশ্নের মুখে ফেলে। অদিতি ওই স্ট্যাটাসে বলেন, অপূর্ব শাম্মার সঙ্গে চার বছর ধরে প্রেম করছেন। এমন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেওয়ার পর ফোনে প্রথমে স্ট্যাটাস মুছে ফেলার অনুরোধ এবং পরে হুমকি পান অদিতি। এই বিষয়টিও লিখেছেন। 

 অপূর্ব নিজেও তার সাবেক স্ত্রীকে এমন অপবাদ দিতে চান না। তিনি বললেন, অদিতি পরকীয়ায় যুক্ত ছিলেন না। অপূর্ব বলেন, 'আয়াশের মায়ের নতুন জীবনের সংবাদ প্রকাশের পর অনেকেই তাঁকে অপবাদ দিয়েছেন এই বলে যে, তিনি নাকি পরকীয়া করে বিয়ে করেছেন। আমি এটি নিশ্চিত করে বলতে চাই যে এ ধরনের তথ্য একেবারেই মিথ্যা। আমাদের সবাইকে আপনারা আপনাদের প্রার্থনা ও শুভ কামনায় রাখবেন। ভালোবাসা রইল।'

স্ট্যাটাসের শুরুতেই অপূর্ব বলেন, আমার সব ভক্ত, দর্শক ও শুভানুধ্যায়ীকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। শাম্মা দেওয়ান, আমার স্ত্রী, তাঁকে নিয়েই আমার এই যাত্রা। আমার এই নতুন জীবনের শুরুতে আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। কিন্তু আমার এবং শাম্মার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কিছু কিছু অমূলক মন্তব্য আমার নজরে এসেছে, যা সম্পূর্ণরূপে অসত্য ও ভিত্তিহীন। 

অদিতির সঙ্গে ছাড়াছাড়ি প্রসঙ্গে বলেন, 'আমার এবং আয়াশের মায়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে ২০১৯ সালে, যদিও তা গণমাধ্যমে পরে প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা এই বিষাদময় অধ্যায়ের পর সময় নিয়েছি, ভেবেছি এবং নিজ নিজ পরিবারের সঙ্গে আলাপেও গেছি। আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। আমরা একজন আরেকজনের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমাদের নিজেদের জীবনপথ বেছে নিয়েছি।'

অদিতির পক্ষ নিয়ে লিখেছেন, তবে আমি খুবই দুঃখের সঙ্গে লক্ষ করেছি, আয়াশের মায়ের নতুন জীবনের সংবাদ প্রকাশের পর অনেকেই তাঁকে অপবাদ দিয়েছেন এই বলে যে, তিনি নাকি পরকীয়া করে বিয়ে করেছেন। আমি এটি নিশ্চিত করে বলতে চাই, এ ধরনের তথ্য একেবারেই মিথ্যা। আমাদের সবাইকে আপনারা আপনাদের প্রার্থনা ও শুভ কামনায় রাখবেন। ভালোবাসা রইল…

এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।সাতদিনের সেরা