kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

নিয়মিত মাদক সেবন করতেন পরীমনি, বলছে র‍্যাব

অনলাইন ডেস্ক   

৫ আগস্ট, ২০২১ ১৮:০৯ | পড়া যাবে ১ মিনিটেনিয়মিত মাদক সেবন করতেন পরীমনি, বলছে র‍্যাব

ঢাকাই সিনেমার অলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। তিনি নিয়মিত মাদক সেবন করতেন। পরীমনি ও রাজসহ চারজনকে গ্রেপ্তারের পর র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ এ কথা জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

তিনি বলেন, পরীমনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। এমনকি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন নায়িকা পরীমনি। তার বাসায় একটি মিনি বারও রয়েছে। তিনি বাসায় নিয়মিত মদের পার্টি করতেন। আর চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমনির বাসায় এসব মাদক সরবরাহ করতেন। 

র‌্যাব বলে, নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন অশ্লীল ভিডিও তৈরি করত। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এসব বিষয়ে তদন্ত করা হবে। অতিমাত্রায় মাদক সেবন করতেন তিনি। সে জন্য ব্যক্তিগত বাড়িতে নিজেই মিনিবার তৈরি করেছেন।

কমান্ডার মঈন বলেন, পরীমনি লাইভে এসে কেন এই ভিডিও করল সেটি উদ্দেশ্যপ্রণোদিত কি-না সেটি দেখা হচ্ছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে গতকাল বুধবার রাতে র‌্যাব অভিযান শেষে পরীমনিকে আটক করে। এ সময় তার বাসা থেকে বিপুলপরিমাণ মাদক জব্দ করা হয়।সাতদিনের সেরা