kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

আরেক অভিনেতার সঙ্গে গোপনে প্রেম করছেন হৃতিকের সাবেক স্ত্রী

অনলাইন ডেস্ক   

২ আগস্ট, ২০২১ ১৬:৩৬ | পড়া যাবে ১ মিনিটেআরেক অভিনেতার সঙ্গে গোপনে প্রেম করছেন হৃতিকের সাবেক স্ত্রী

বলিউড অভিনেতা আরসালান গোনির সঙ্গে হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানা খান চুটিয়ে প্রেম করছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। এই দুজনের সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তাল বলিপাড়া। সম্প্রতি আরসালানকে জড়িয়ে ধরে সুজানের তোলা কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কয়েক দিন আগে একটি বলিউড পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন আরসালান ও সুজানা। ওই পার্টিতে ছিলেন একতা কাপুর, ঋদ্ধি ডোগরার মতো টিনসেল টাউনের বেশ চেনা মুখ। সেই পার্টির বেশ কিছু ছবি ছড়িয়েছে নেট দুনিয়ায়। 

সেসব ছবিতে দেখা যাচ্ছে, সোফায় কখনো পাশাপাশি বসে আবার আরসালানকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সুজানা। 

উল্লেখ্য, সম্প্রতি এক ওয়েব প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হওয়া একতা কাপুর প্রযোজিত ‘ম্যাঁয় হিরো বোল রহা হুঁ’ ওয়েব সিরিজের মুখ্যচরিত্রে দেখা গেছে আরসালানকে।

বেশ কয়েক বছর আগেই হৃত্বিক ও সুজানার বিবাহবিচ্ছেদ হয়েছে। নিজেদের দুই সন্তানকে একসঙ্গে মানুষও করছেন তারা। সন্তানের দেখভালের স্বার্থে বিচ্ছেদের পরও মাঝেমধ্যেই একসঙ্গে থাকেন তারা। কখনো ছুটি কাটাতেও দুই সন্তানের সঙ্গে ঘুরতে যান হৃত্বিক-সুজানা।সাতদিনের সেরা