kalerkantho

বুধবার । ১৩ শ্রাবণ ১৪২৮। ২৮ জুলাই ২০২১। ১৭ জিলহজ ১৪৪২

জোকারের প্রেমে মত্ত টয়া

অনলাইন ডেস্ক   

২০ জুলাই, ২০২১ ১৬:১৬ | পড়া যাবে ১ মিনিটেজোকারের প্রেমে মত্ত টয়া

ছোট ভাইয়ের জন্মদিনে মিথিলার পরিচয় হয় একটা জোকারের সাথে। মিথিলা খুব অবাক হয়ে খেয়াল করে এই লোকটা সবাইকে হাসায় কিন্তু তার ভেতরে চাপা আছে গভীর দুঃখবোধ। 

মিথিলা ঠিক করে যে করেই হোক মিস্টার জোকারের দুঃখ সে দূর করবেই। নিজ উদ্যোগেই সে বন্ধু হয়ে যায় মিস্টার জোকারের। উচ্ছ্বল সেই বন্ধুত্বই এক সময় ভালোলাগা ভালোবাসায় রূপান্তরিত হয়। কিন্তু একটা পর্যায়ে ভুল বুঝে মিথিলা হারিয়ে ফেলে জোকারকে। তৈরি হয় দূরত্ব। জোকার হারিয়ে ফেলে তার হাসি। দূরত্ব ঘুচিয়ে মিথিলা কি পারবে জোকারের কাছে ফিরতে? পারবে জোকারের হাসি ফিরিয়ে দিতে?

এই সব উত্তর মিলবে ক্লোজআপ নিবেদিত উৎসবে কাছে আসার গল্প কেউ কেউ ফিরেও তো আসে নাটকে। আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান। সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শাওন, টয়া।সাতদিনের সেরা