kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

বাসায় ফিরলেন নাসিরুদ্দিন শাহ

অনলাইন ডেস্ক   

৮ জুলাই, ২০২১ ১৭:১৭ | পড়া যাবে ১ মিনিটেবাসায় ফিরলেন নাসিরুদ্দিন শাহ

সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বুধবার তিনি মুম্বাইয়ের বান্দ্রার বাসায় ফিরেছেন বলে তার ছেলে ভিভান শাহ ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন।  

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় খ্যাতিমান এ অভিনেতাকে গত ২৯ জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। 

স্ত্রী রত্না পাঠক তখন জানিয়েছিলেন, নাসিরউদ্দিন শাহের ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আপাতত তার অবস্থা স্থিতিশীল। 

নিজের ফিল্মি ক্যারিয়ারে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নাসিরউদ্দিন শাহ। শেষবার তাকে দেখা গেছে ২০২০ সালে 'মী রাকসাম' নাটকে।

২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব-সিরিজ 'বান্দিশ ব্যান্ডিটস'- এ বন্দি দস্যু চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন।

‘মাসুম’, ‘সরফরোশ’, ‘ইকবাল’, ‘অ্যা ওয়েটনাস্টডে’, ‘মনসুন ওয়েডিং’ এবং ‘মকবুল’ -এর মতো ছবিতে নাসিরউদ্দিন শাহর অভিনয় দর্শকদের হৃদয় কেড়েছে।

তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাসিরুদ্দিন শাহ বলিউডের বিকল্প ও বাণিজ্যিক- দুই ধারার সিনেমাতেই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন চার দশকের বেশি সময় ধরে। সিনেমার পাশাপাশি মঞ্চ নাটকেও সক্রিয় তিনি।সাতদিনের সেরা