kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

আড়াই বছর জেল শেষে আদালত বললেন কসবি নির্দোষ!

অনলাইন ডেস্ক   

২ জুলাই, ২০২১ ১২:৫৪ | পড়া যাবে ১ মিনিটেআড়াই বছর জেল শেষে আদালত বললেন কসবি নির্দোষ!

প্রখ্যাত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা ও লেখক বিল কসবি মুক্তি পেয়েছেন। বুধবার কারাগার থেকে মুক্তি পেয়ে এক টুইট বার্তায় নিজেকে 'নির্দোষ' দাবি করেন তিনি।

৮৩ বছর বয়সী এই টিভি তারকা টুইট বার্তায় লিখেছেন, 'নিজের অবস্থান কিংবা নিজের কাহিনি- কোনোটাই কোনো দিনও পাল্টাইনি আমি। সব সময়ই নির্দোষ থেকেছি।'

গত বুধবার পেনসিলভানিয়ার ফেডারেল আদালত কসবির যৌন নিপীড়নের দণ্ড প্রত্যাহার করে নেন। আদালতের আদেশের পর ফিলাডেলফিয়ার উপকণ্ঠের কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

দুই বছরের কিছু বেশি সময় কারাবাসের পর তিনি মুক্তি পেলেন। ২০০৪ সালে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে কসবিকে ২০১৮ সালে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে দেখা গেছে, কসবির বিরুদ্ধে অপরাধের অভিযোগ না আনার ব্যাপারে প্রসিকিউটর একটি সমঝোতায় পৌঁছেছিলেন। কিন্তু এই সমঝোতা চুক্তি চূড়ান্ত বিচারের সময় এড়িয়ে যাওয়া হয়েছে। ‘দ্য কসবি শো’ নামের টিভি শো যুক্তরাষ্ট্রে খুবই জনপ্রিয় হয়েছিল। কমেডিয়ান কসবি তার স্বভাবজাত কথোপকথনের মাধ্যমে জমিয়ে রাখতেন এই শো। সাতদিনের সেরা