kalerkantho

শুক্রবার । ৮ শ্রাবণ ১৪২৮। ২৩ জুলাই ২০২১। ১২ জিলহজ ১৪৪২

আজ মাহির কপাল পরীক্ষা

রংবেরং প্রতিবেদক    

২৫ জুন, ২০২১ ০২:৪৪ | পড়া যাবে ২ মিনিটেআজ মাহির কপাল পরীক্ষা

প্রযোজক মাহিয়া মাহির দেখা মেলে গত বছর। রায়হান রাফির ‘অক্সিজেন’ প্রযোজনা করেন তিনি। প্রযোজনার সঙ্গে এতে অভিনয়ও করেছিলেন। ওয়েব ফিল্মটি বেশ প্রশংসিত হয়, মাহির অভিনয়ও নজর কাড়ে। তখন কথা দিয়েছিলেন প্রযোজনায় নিয়মিত হওয়ার। কথা রেখেছেন, এবার মাহি হাজির ‘এইডা কপাল’ নিয়ে। স্বল্পদৈর্ঘ্য ছবিটি আজই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’-এ। আগেরটির মতো এবারও পরিচালক রায়হান রাফি।

মাহি বলেন, ‘ওয়েবে কাজের ক্ষেত্রে গল্প বাছার স্বাধীনতা আছে। সেন্সরের ঝামেলা নেই। তা ছাড়া করোনার কারণে মানুষ এখনো হলে যেতে ভয় পায়। এই সময়ে হলের চিন্তা বাদ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট বানানোটাই নিরাপদ। আগের ওয়েব ফিল্মটা সবাই পছন্দ করেছিলেন। আশা করছি এবারেরটাও সবার ভালো লাগবে।’ প্রযোজনার শুরুর সময়ই বলেছিলেন শুধু ওয়েব নয়, বড় পর্দার জন্যও নির্মাণ করবেন। এবারও মাহি জানালেন পরিস্থিতি অনুকূলে এলেই শুরু করবেন, ‘ছবি প্রযোজনার জন্য বেশ আগেই গল্প নির্বাচন করেছিলাম। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে কোনোভাবেই অর্থ লগ্নি করব না।’

আগের ‘অক্সিজেন’-এর মতো এবারের ‘এইডা কপাল’-এও অভিনয় করেছেন মাহি নিজে। তিনি ছাড়া আরো আছেন শাহেদ আলী সুজন, হারুনুর রশীদ, ফরহাদ লিমন, সাইমা প্রমুখ।

এক বেপরোয়া মেয়ে ও এক রাতে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে স্বল্পদৈর্ঘ্য ছবিটির গল্প।সাতদিনের সেরা