kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

নিজের দেয়ালচিত্রের সঙ্গে ছবি তুলতে চান সোনু

অনলাইন ডেস্ক   

২০ জুন, ২০২১ ১৮:২৪ | পড়া যাবে ১ মিনিটেনিজের দেয়ালচিত্রের সঙ্গে ছবি তুলতে চান সোনু

বিশাল দেয়ালজুড়ে রংতুলির টান। আঁকা রয়েছে সোনু সুদের ছবি। দেয়াল চিত্রের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন অভিনেতার দুই অনুরাগী। সেই ছবি হাতে এসেছে মাসিহা সোনু সুদের। দেরি না করে অভিনেতা ছবি শেয়ার করেছেন নিজের সামাজিক মাধ্যমের দেয়ালে। প্রকাশ করেছেন নিজের মনের ইচ্ছাও।

টুইটারে সেই দুটি ছবি শেয়ার করেন সোনু। সেখানে দেখা যাচ্ছে, বিশালাকার এক দেয়ালচিত্রের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন এক কিশোর ও এক যুবক। ছবি দুটি টুইট করে সোনু লেখেন, 'আমিও এখানে একটা সেলফি তুলতে চাই।'

অভিনেতা ছবি শেয়ার করতেই কমেন্টের বন্যা তাঁর পোস্টের তলায়। কেউ শিল্পীর প্রশংসা করছেন। আবার কেউ সোনুর এই সুপ্ত বাসনাকে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। এই প্রথম নয়, অনুরাগীদের সব সময়ই মর্যাদা দিয়ে এসেছেন সোনু সুদ। সম্প্রতি অভিনেতাকে শ্রদ্ধা জানাতে তাঁর ছবি ছাপা হয়েছিল গোটা একটা বিমানজুড়ে। সেই ছবিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা। হিন্দুস্তান টাইমস, টুইটার।সাতদিনের সেরা